Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মেহেরপুর গাংনীতে ভুট্টা ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মেহেরপুর গাংনীতে ভুট্টা ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

April 23, 2025 12:24:39 PM   অনলাইন ডেস্ক
মেহেরপুর গাংনীতে ভুট্টা ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের ভোলার দাড়ির মাঠে একটি ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল।

তিনি জানান, গাংনী-হাটবোয়ালিয়া পাকা সড়ক থেকে প্রায় ১৫০ গজ দূরে বানিয়াপুকুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল খালেকের ভুট্টা খেতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ওসি আরও বলেন, “লাশটি অনেকটা অর্ধগলিত অবস্থায় রয়েছে এবং শরীরে পোকা ধরেছে। প্রাথমিকভাবে মৃত্যুর সময় নির্ধারণ করা সম্ভব হয়নি। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।