Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ধর্ষকদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রংপুরে সাংস্কৃতিক ঐক্য পরিষদের মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে স...

ধর্ষকদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রংপুরে সাংস্কৃতিক ঐক্য পরিষদের মানববন্ধন

March 14, 2025 11:26:33 PM   উপজেলা প্রতিনিধি
ধর্ষকদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রংপুরে সাংস্কৃতিক ঐক্য পরিষদের মানববন্ধন

রংপুরে ধর্ষকদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে সাংস্কৃতিক ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রংপুর টাউন হল গেটে ধর্ষকদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে। মানববন্ধনে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা আছিয়ার মৃত্যুতে শোক জানানো হয়।

এসময়, রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী জহির আলম নয়ন বলেন, “ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ যারা করছে তাদের জনসম্মুখে শাস্তি দেওয়া উচিত। ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে বিচার কাজ শেষ করতে হবে। তাদের কোনো জামিন হবে না। ৪ বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধাও ধর্ষণের শিকার হচ্ছে, তাই জনসচেতনতাও বাড়াতে হবে।”

এসময় রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসনাত শাওন, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান সায়ন, সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দও তাদের সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন।