Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ‌শেখ হা‌সিনার উন্নয়ন তু‌লে ধর‌তে মেজর হা‌লি‌মের মত‌বিনিময় ও কর্মী সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

‌শেখ হা‌সিনার উন্নয়ন তু‌লে ধর‌তে মেজর হা‌লি‌মের মত‌বিনিময় ও কর্মী সভা

September 14, 2023 08:48:48 PM   উপজেলা প্রতিনিধি
‌শেখ হা‌সিনার উন্নয়ন তু‌লে ধর‌তে মেজর হা‌লি‌মের মত‌বিনিময় ও কর্মী সভা

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে বর্তমান সরকা‌রের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল মানু‌ষের মা‌ঝে অব‌হিত করার ল‌ক্ষ্যে মত‌বি‌নিময় ও কর্মী সভা ক‌রে‌ছেন, বাংলা‌দেশ আওয়ামীলী‌গের শ্রম ও জনশ‌ক্তি বিষয়ক উপ-ক‌মি‌টির সদস‌্য, ফ‌রিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু)।

নগরকান্দা ও সালথার আওয়ামীলী‌গ ও এর সকল অঙ্গসংগঠ‌নের আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার ( ১৪ সে‌প্টেম্বর) বিকা‌লে সালথা সদর বাজারের বাইপাস সড়কে অবস্থিত, মেজর (অবঃ) আতমা হালিম এর আওয়ামীলীগ সরকা‌রের উন্নয়ন ও প্রচারণা অফিসে এই মত‌বি‌নিময় ও কর্মী সভা অনু‌ষ্ঠিত হয়।

প্রধান অ‌তি‌থির ব‌ক্তব্যে আওয়ামীলীগ নেতা মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু) ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সরকার স্ব‌প্নের পদ্মা‌সেতু, মে‌ট্রো‌রেল, কর্ণফু‌লি ট‌্যা‌লেন, রুপপুর পারমান‌বিক বিদ‌্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স‌্যা‌টেলাইট, এক্স‌প্রেসও‌য়ে, এ‌লি‌ভে‌টেট ও‌য়ে সহ বড় বড় মেঘা প্রকল্পগু‌লো বাস্তবায়ন ক‌রে চ‌লে‌ছে। শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলা‌দেশ আজ উন্নয়‌নের মহাসড়‌কে এ‌গি‌য়ে যাচ্ছে। ‌ডি‌জিটাল বাংলাদেশ থে‌কে আজ আমরা স্মার্ট বাংলা‌দে‌শের দারপ্রা‌ন্তে। বাংলা‌দে‌শের উন্নয়‌নে শেখ হা‌সিনার কোন বিকল্প নেই।

দে‌শের উন্নয়‌নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এক‌টি গুরুত্বপূর্ণ নির্বাচন। আসন্ন নির্বাচনে আওয়ামীলী‌গের সরকার কে নৌকা মার্কায় ভোট দি‌য়ে পুনরায় ক্ষমতায় আন‌তে হ‌বে। বর্তমান সরকা‌রের উন্নয়‌নের বার্তা পৌ‌ছে দি‌তে আমরা সবাই ঐক‌্যদ্ধ হ‌য়ে কাজ কর‌বো। নির্বাচ‌নের আগ পর্যন্ত আমা‌দের এই প্রচার ও লিফ‌লেট বিতরণ অব‌্যহত থাক‌বে। শেখ হা‌সিনার কোন বিকল্প নাই সুতরাং শেখ হা‌সিনার হাত কে শ‌ক্তিশা‌লী কর‌তে আমরা আজ ঐক‌্যবদ্ধ। দে‌শের উন্নয়‌নে বঙ্গবন্ধু ও আওয়ামীলী‌গের প্রতিক নৌকা মার্কায় ভোট দিন।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মোঃ ওয়া‌হিদুজ্জামান মোল‌্যা, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মোঃ আ‌নোয়ার হোসেন মিয়া, উপ‌জেলা সেচ্ছা‌সেবকলী‌গের সহসভাপ‌তি সৈয়দ মাতুব্বর, ডাঙ্গী ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সা‌বেক সভাপ‌তি বীর মুক্তি‌যোদ্ধা আঃ কা‌দের মোল‌্যা, আওয়ামীলীগ নেতা কাজী জা‌কির হো‌সেন, যুবলীগের লুৎফর রহমান, ছাত্রলীগ নেতা মোঃ হুসাইন আলী সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।