
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম মতি ইন্তেকাল করেছেন। তিনি শ্বাসকষ্ট জনিত কারণে মারা যান। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি ঢাকার নিজ বাসায় মারা যান।
হামিদুল ইসলাম মতি (৭১) উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ছিলেন। নিহত বীরমুক্তিযোদ্ধার ছোট ভাই ইফতেখারুল ইসলাম কিরণ বলেন, শ্বাসকষ্ট জনিত কারণে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।
শুক্রবার আছরের নামাজের পর শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন সঙ্গীয় পুলিশ সদস্যসহ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম মতি মৃত্যুর আগে স্ত্রী এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।