Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে আ.লীগ নেতার বাড়িতে গুলি, থানা থেকে পালানো রফিক অস্ত্রসহ গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

শ্রীপুরে আ.লীগ নেতার বাড়িতে গুলি, থানা থেকে পালানো রফিক অস্ত্রসহ গ্রেফতার

February 24, 2024 05:42:13 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে আ.লীগ নেতার বাড়িতে গুলি, থানা থেকে পালানো রফিক অস্ত্রসহ গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে আওয়ামিলীগ নেতার বাড়িতে গুলির ঘটনায় আটক রফিক থানা থেকে পালিয়ে ছিলো রফিক।  ১৬দিন পর আগ্নেয়াস্ত্র ও ইয়াবা টেবলেট সহ তাকে  গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. রফিকুল ইসলাম (৪৫) শ্রীপুর পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি।

ভুক্তভোগী  নূরে আলম মোল্লা শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত তফিল উদ্দিন মোল্লার ছেলে। তিনি শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির বলেন,  রফিকুল ইসলাম পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে দশটারদিকে বরমী ইউনিয়নের বরামা গ্রামের খলিফা বাড়ি মোড় থেকে তাকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল এবং ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামানন জানান, আটককৃত শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে গত ছয় ফেব্রুয়ারি রাতে  আওয়ামিলীগ নেতা নূরে আলম মোল্লার বাড়িতে গুলি বর্ষণ করে অজ্ঞাত অস্ত্রধারীরা। এ ঘটনায় ওই দিন নূরে আলম মোল্লা বাদী হয়ে মামলা করেন।এ  ঘটনায় সন্দেহভাজন হিসেবে রফিকুলকে আটক করেছিলো পুলিশ। আট ফেব্রুয়ারী থানা থেকে পালিয়ে আত্নগোপনে ছিলো রফিকুল ইসলাম। তবে রফিকুলের পালানোর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।