Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে ইয়াবা ট্যাবলেটসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে ইয়াবা ট্যাবলেটসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

February 11, 2024 06:42:23 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে ইয়াবা ট্যাবলেটসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক সাইদুর রহমান হিমুকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার বিকেল ৪টার দিকে শ্রীপুর-কাপাসিয়া সংযোগ সড়ক থেকে তাকে আটক করে শ্রীপুর থানা-পুলিশ।

আটককৃত সাইদুর রহমান হিমু (৩৫) শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব রয়েছেন।

শ্রীপুর থানার এএসআই নাসির উদ্দিন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  শ্রীপুর উপজেলার শ্রীপুর-কাপাসিয়া সড়কে অভিযান পরিচালনা করে অভিযুক্ত স্বেচ্ছাসেবকের নেতাকে আটক করা হয়েছে। এরপর তার দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত সাইদুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার  তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

এ বিষয়ে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ বলেন, ‘এ বিষয়ে খোঁজ খবর নিয়ে গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।