Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন দূর্জয় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন দূর্জয়

April 18, 2024 08:30:06 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন দূর্জয়

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক মন্ত্রী ও এমপি প্রয়াত রহমত আলীর পুত্র এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল)বিকেলে শ্রীপুর পৌর শহরের শ্রীপুর ভবন প্রাঙ্গণে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে এক বিশাল মতবিনিময় সভায় উপস্হিত নেতাকর্মী সমর্থকদের সামনে এ ঘোষণা দেন তিনি।  তার পিতার আদর্শ বুকে ধারন করে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে উপজেলা নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান।

উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে শ্রীপুর উপজেলায় আগামী ২১ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ এবং আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।