Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত

April 25, 2024 07:19:10 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বালুবাহী ড্রাম্প ট্রাকের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা এলাকার প্রশিকা মোড় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক সুজন (৩৫) শ্রীপুর পৌর এলাকার কড়ইতলা গ্রামের মৃত জয়নালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মাওনা পল্লী বিদ্যুত মোড় থেকে বালুবাহী একটি ট্রাক মাওনা-কালিয়াকৈর  আঞ্চলিক সড়কে উঠছিল। এ সময় একটি অটোরিকশা পল্লীবিদ্যুত মোড়ে প্রবেশ করতে গিয়ে ওই ট্রাকের সামনের চাকার সাথে লেগে চালক পড়ে গিয়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় অটো চালক সুজন।

পার্শ্ববর্তী শ্রীপুর ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন বলেন, ড্রাম্প ট্রাকটি আটক করা গেলেও চালক, হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।