
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে আরজিনা আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রী ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। সোমবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের ঢংপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী আরজিনা আক্তার (১৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের বাদল মিয়ার কন্যা। সে স্থানীয় ধনুয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করতো।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমান বাচ্চু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেছি। আত্নহত্যার কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। নিহতের স্বজনরা আত্নহত্যার কারণ জানাতে পারেনি।
ধনুয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেলিম আকন্দ বলেন, নিহত ছাত্রী বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে খুবই মেধাবী ছাত্রী ছিল। তার শ্রেণী রোল নম্বর দ্বিতীয়। স্কুলে উপস্থিতি ভালো ছিল। সকালে তার স্বজনরা আমাকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে সে আত্নহত্যা করছে সে বিষয়ে কিছু বলেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।