
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি.
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর সিয়াম নামের এক স্কুলছাত্রের পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ এপ্রিল)সকালে উপজেলার মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিয়াম(১৪) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার ঝিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের মো. কনক মিয়ার ছেলে। সিয়াম তার বাবা-মার সাথে উপজেলার কেওয়া পশ্চিমখন্ড গ্রামে ইজ্জতআলী ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাওনা চাইল্ডহুড স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়তো।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক মো. ইসমাইল জানান, গত ১৫এপ্রিল থেকে সিয়াম নিঁখোজ ছিলো। এবিষয়ে তার বাবা শ্রীপুর থানায় সাধারণ ডায়রী করলে পুলিশ সিয়ামের সন্ধান করতে থাকে।
বুধবার সকালে পুকুরে মরদেহ ভাসতে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুকুর থেকে সিয়ামের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর একটার সময় সিয়াম ভাড়া বাসা থেকে বেড় হয়ে ফিরে আসেনি। স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান করতে পারেনি। মঙ্গলবার সিয়ামের বাবা শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী রুজু করেন।
সিয়ামের মামা জাহাঙ্গীর জানান, সিয়াম নিখোঁজের পরথেকে তাকে আমরা খুঁজছি,কোথাও সন্ধান পাইনি । বুধবার সকাল নয়টারদিকে মাওনা পিয়ার আরী বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের পুকুরে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে সিয়ামের ভাসমান মরদেহ দেখতে পাই। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ওই পুকুর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে।
সিয়ামের বাবা কনক মিয়া বলেন, আমার ছেলে স্কুলে পড়তো। সে সোমবার দুপুর একটার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলো। আজ পুকুরে মিললো তার মরদেহ।