Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে প্রতিবেশীর হামলায় গার্মেন্টস শ্রমিক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে প্রতিবেশীর হামলায় গার্মেন্টস শ্রমিক নিহত

March 10, 2024 10:42:55 AM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে প্রতিবেশীর হামলায় গার্মেন্টস শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে লেন-দেন সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে  আব্দুল্লাহ (২৭) নামের এক যুবক  নিহত হয়েছে।

শনিবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় বাঁশবাড়ি মেধা বিকাশ কিন্ডার গার্ডেন স্কুলে খেলা চলাকালিন সময়ে মৃত কাশেমের পুত্র শহীদ (৪৫) ও তার ছেলে এহসানুল হক  প্রকাশ্যে ছুরিকাঘাত করে বাঁশবাড়ি গ্রামের শাহাদাত আলীর পুত্র আব্দুল্লাহকে হত্যা করেছে। অচেতন অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা শাহাদাত আলী  জানান, বিগত ছয় মাস পূর্বে প্রতিবেশী শহীদ তার কাছ থেকে জমি বিক্রি বাবদ ৫ লাখ টাকা নিয়ে জমি ও টাকা কোনটাই না দিয়ে তালবাহানা শুরু করে। এ টাকা নিয়ে  ঝগড়াঝাঁটি হলে ক্ষুব্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে তার ছেলে আব্দুল্লাহকে ছুরি কাকাত করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেন। নিহত আব্দুল্লাহ গাজীপুর ইউনিয়নের ইউনিক গার্মেন্টসে শ্রমিক পদে চাকুরী করতো।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা জানান, নিহতের শরীরে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জামান জানান, এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।