
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতি কালে পুলিশের ওপর হামলার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১ ও র্যাব-১০।
বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১০ এর মিডিয়া বিভাগ।
গ্রেপ্তাররা হলেন পটোয়াখালী জেলার রাঙ্গাবালী এলাকার মো. খলিল সরদারের ছেলে ডাকাত সরদার মো. ইসমাইল ওরফে লিটন (৩৮), একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. হানিফ ওরফে মাস্টার (৪০) এবং নেত্রকোনা জেলার পূর্ব ধলা থানার মো. মোসলেম মিয়ার ছেলে মো. কামরুল মিয়া (২০)।
এ বিষয়ে বেলা শুক্রবার দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন র্যাবের মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
উল্লেখ্য গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুরে ডাকাতির সংবাদ পেয়ে ডাকাতি প্রতিরোধে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপর হামলা করা হয়। এ সময় দুই পুলিশ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে ডাকাত দল।