Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে লড়ির চাপায় নারী শ্রমিকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে লড়ির চাপায় নারী শ্রমিকের মৃত্যু

February 15, 2024 07:50:25 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে লড়ির চাপায় নারী শ্রমিকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি এলাকায় রাস্তার ঢালাই কাজে ব্যবহৃত লড়ির চাকায় চাঁপাই পিষ্ট হয়ে  ঢালাই কাজে কর্মরত এক নারী  শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারটার সময় উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের পোতাবাড়ি এলাকায় ভিটিপাড়া- প্রহলাদপুর রাস্তার ঢালাইয়ের কাজ করার সময় পোতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ঢালাই কাজে ব্যবহৃত লড়ির   চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক আনোয়ারা (৪০) এর মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার উপ পরিদর্শক আব্দুর কুদ্দুস জানান, নিহত আনোয়ারা ঢালাই কাজে ব্যস্ত থাকার সময় ঢালাই কাজে ব্যবহৃত লরিটি পিছিয়ে তাকে চাপা দেয়। এতে ওই নারী শ্রমিক আনোয়ারা গুরুতর আহত  হলে মুমূর্ষ অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারী শ্রমিক আনোয়ারা উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের পুতাবাড়ি গ্রামের মোছলেহ উদ্দিনের স্ত্রী।