Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরের গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরের গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

June 17, 2024 08:15:34 PM   জেলা প্রতিনিধি

শরীয়তপুরের নড়িয়াতে আকলিমা বেগম (৫৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ।

রোববার (১৬ জুন) সন্ধ্যায় নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোনসিং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আকলিমা বেগম ওই এলাকার অটোরিকশা চালক কালু মালের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন কালু মাল। তিনি বিকেলে বাসায় ফিরে আসলে ঘরের দরজায় তালা মারা দেখতে পান। এদিকে দীর্ঘসময় স্ত্রী আকলিমা বেগম না ফেরায় ঘরের দরজা ফাঁক করে স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখেন কালু মাল। পরে পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আকলিমাকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় দেখেন। তিনি মোবাইলে মেয়ের জামাই ছাত্তার মল্লিকে জানালে তিনি ও স্থানীয়রা এসে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর শহীদুল সরদার বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ঘরের মধ্যে আকলিমা নামের ওই গৃহবধূর গলাকাটা লাশ পড়েছিলো। পুলিশ লাশটি থানায় নিয়ে গেছে।

শরীয়তপুরের পুলিশ সুপার মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী কালু মালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।