Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / শৈলকুপায় ‘চাঁদা না পেয়ে’ গরু ফার্মের ম্যানেজারকে কোপানোর অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শৈলকুপায় ‘চাঁদা না পেয়ে’ গরু ফার্মের ম্যানেজারকে কোপানোর অভিযোগ

April 15, 2025 06:35:37 PM   উপজেলা প্রতিনিধি
শৈলকুপায় ‘চাঁদা না পেয়ে’ গরু ফার্মের ম্যানেজারকে কোপানোর অভিযোগ

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় ‘চাঁদা না দেয়ায়’ আলম শেখ (৫০) নামে এক গরু ফার্মের ম্যানেজারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কাঁচেরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের লুৎফর শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার কাঁচেরকোল গ্রামের হাজী শওকত (শহীদ) এর মালিকানাধীন গরু ফার্মে দীর্ঘদিন ধরে ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন আলম শেখ। সম্প্রতি ওই ফার্ম মালিকের কাছে স্থানীয় কিছু সন্ত্রাসী মোটা অংকের চাঁদা দাবি করে। মালিক বিদেশে অবস্থান করায় চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তারা আলম শেখের উপর হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন আলম শেখ অভিযোগ করেন, ফার্ম থেকে বাড়ি ফেরার পথে কাঁচেরকোল গ্রামের লতিফ খার ছেলে ইসমাইল, তুজাম মোল্লার ছেলে শাহিদ, মোজাম্মেল ওরফে বজলু মোল্লার ছেলে তরিকুল ইসলামসহ বেশ কয়েকজন তার উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার, শালিস বানিজ্যসহ নানা অপকর্মে লিপ্ত। ঘটনার বিষয়ে তিনি শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।