
শৈলকূপা, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির তিন চরমপন্থীকে গুলি করে হত্যা করেছে জাসদ গণবাহিনী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে, নিহতদের মধ্যে হানিফ (৫২) ও লিটন (৩৫) নামের দুইজনের পরিচয় জানা গেছে। তারা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। হানিফ হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে এবং লিটন শ্রীরামপুর গ্রামের উম্বাদ আলীর ছেলে। বাকি একজনের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থল থেকে নিহতদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শৈলকূপা থানার ওসি মাসুম খান জানিয়েছেন, নিহতদের বুকে ও মাথায় গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির তিন চরমপন্থিকে গুলি করে হত্যার দায় জাসদ গণবাহিনী স্বীকার করেছে।