Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সাদুল্যাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাদুল্যাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব গ্রেফতার

March 16, 2025 09:07:56 PM   অনলাইন ডেস্ক
সাদুল্যাপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব গ্রেফতার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লবকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সোয়া ৯টার দিকে সাদুল্যাপুর উপজেলা শহরের কাঁচা বাজারের আড়তের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের মৃত ফরহাদ হোসেন খানের ছেলে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, তারাবির নামাজের পর সদর ও সাদুল্যাপুর থানা পুলিশের যৌথ অভিযানে সাহারিয়া খান বিপ্লবকে গ্রেফতার করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, গ্রেফতারের পর থানা হেফাজতে সাহারিয়া খান বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।