
রেজাউল করিম, নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগ পৌরসভায় হাসপাতাল রোডে অবস্থিত মায়া প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার আলাউদ্দিন আলোর উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্বরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার মায়া প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, জেলা পরিষদের সদস্য ও সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম বাবু, সাংবাদিক খোরশেদ আলম, মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, হাবিবুর রহমান হারুন, মোহাম্মদ আবু নাছের, জিএস মোশারফ হোসেন, মোহাম্মদ মাসুদুর রহমান, রফিকুল ইসলাম, মো. রেজাউল করিম রাজু সহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিক, হকার, আমন্ত্রিত অতিথি এবং বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা ও কর্মরত অসুস্থ সংবাদ কর্মীদের সুস্বাস্থ্য ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।