Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় পেঁয়াজ চা‌ষি‌দের নি‌য়ে লাল‌ তীরের মাঠ দিবস অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় পেঁয়াজ চা‌ষি‌দের নি‌য়ে লাল‌ তীরের মাঠ দিবস অনুষ্ঠিত

March 08, 2024 04:56:28 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় পেঁয়াজ চা‌ষি‌দের নি‌য়ে লাল‌ তীরের মাঠ দিবস অনুষ্ঠিত

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
দে‌শের খ‌্যাতনামা বীজ কোম্পানী লাল তীর সীড লিমি‌টেড এর উন্নত জা‌তের পেঁয়াজ বীজ নি‌য়ে ফ‌রিদপু‌রের সালথায় পেঁয়াজ চা‌ষি‌দের নি‌য়ে মাঠ‌ দিবস অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। লাল তীর সীড লিঃ এর আ‌য়োজ‌নে বুধবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ভাওয়াল ইউ‌নিয়‌নের পুরুড়া সাধুর পাড়া এলাকায় এই মাঠ দিবস অনু‌ষ্ঠিত হয়। এসময় লালতীর কোম্পানির বালাইনাশক ও বিভিন্ন প্রকার মাঠফসল ও সবজী বীজের গুনাগুন তুলে ধরা হয়।

লাল তীর সীড লিমি‌টেড ক‌য়েকজন কৃষক কে প‌রিক্ষামূলক কয়েক প্রকার পেঁয়াজ বীজ প্রদান ক‌রে, সক‌লেই সেই পেঁয়াজের প্লট প‌রিদর্শন ক‌রেন । এসময় চা‌ষি‌দের সা‌থে কথা হ‌লে তারা জানায়, লাল তীর পেঁয়াজ বীজ গু‌নে মা‌নে সেরা ত‌বে বাজা‌রের তুলনায় দাম বে‌শি। ফলন তুলনামূলক খুব ভাল। এরপর থে‌কে তারা লাল তীর পেঁয়াজ বীজ ব‌্যবহার কর‌বেন ব‌লে জানান। লাল তীর পেঁয়াজ বী‌জের দাম কমা‌নোর জন‌্য কর্তৃপক্ষ‌কে অনু‌রোধ ক‌রেন চা‌ষিরা।

লালতীর সিড লিমিডেটের ডিভিশোনাল ম‌্যা‌নেজার মোঃ শ‌ফিকুর রহমান সাংবা‌দিক‌দের বলেন, সালথায় এবার কয়েক জন কৃষককে লাল তীর হাইব্রীট, লাল তীর কিং, লাল তীর-২০, রেড ভিলেস, বিজিএস-৪০৩ জাতের বীজ ফ্রি দেওয়া হয়। ওইসব বীজ থেকে চারা উৎপাদন করে তারা জমিতে পেঁয়াজের চাষ করেন। তাদের ক্ষেতে পেঁয়াজের সেরা ফলন হয়েছে। লাল তীর লিমিডেটের এসব জাতের পেঁয়াজ ফাটে না, ফলনও ভাল হয়, উৎপাদিত পেঁয়াজের বাজার দর বেশি হয়, কড়া ঝাঁজ ও দেশী পেঁয়াজের স্বাদ পাওয়া যায়।

তিনি আরও বলেন, আমাদের দেশের কৃষক নানাভাবে ক্ষতিগ্রস্ত হন, কিন্তু লাল তীর বীজ ক্রয় করে কোন কৃষক প্রতারিত হন না। ভাল বীজে ভাল ফসল আর লাল তীরের প্রতিটি বীজ গুণগত মান সম্পন্ন। আধুনিক কালে অধিক জনসংখ্যায় অল্প জমিতে আমাদের অধিক ফসল ফলাতে আমাদের অবশ্যই লাল তীর বীজ ব্যবহার করতে হবে। আপনারা নিজেরাই দেখেছেন লাল তীর হাইব্রিড পেঁয়াজ বীজ বাজারের যেকোন বীজের চেয়ে সেরা। আগামীতে আমাদের লাল তীর হাইব্রিড পেঁয়াজ বীজের চাহিদা আরও বেড়ে যাবে। তাই অল্প খরচে বেশি ফসল ফলাতে লাল তীর বীজ ব্যবহার করুন। যেকোন সেবা ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন।

স্থানীয় পেঁয়াজ চাষি ও সাবেক ইউপি সদস্য মোঃ বিল্লাল মাতুব্বরের সভাপ‌তি‌ত্বে ম‌াঠ দিব‌সে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, সহকারী উপ‌জেলা কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার কৃ‌ষি‌বিদ সুদ্বীপ বিশ্বাস। আরও উপ‌স্থিত ছি‌লেন, লাল তীর সিড লিমিডেটেডের ডিভিশোনাল ম‌্যা‌নেজার মোঃ শ‌ফিকুর রহমান, রিজিওনাল ম্যানেজার মোঃ হারুনুর রসিদ, টেরিটরি ম্যানেজার মোঃ ইকবাল হোসেন, লাল তীরের প্রাণী সম্পদ কর্মকর্তা আলাউদ্দিন শেখ। লাল তী‌রের প‌রি‌বেশক মোঃ স‌রোয়ার হো‌সেন (বাচ্চু), উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা রা‌কিবুল ইসলাম, উপ‌জেলা ম‌্যা‌নেজার মোঃ র‌বিউল ইসলাম, ভাওয়াল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাসুদ মোল্যা, সাংগঠনিক সম্পাদক শাহিন মাতুব্বর প্রমূখ।