Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস পালিত

November 05, 2023 06:57:21 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস পালিত

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
'সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয়‌কে সামনে রেখে ফরিদপু‌রের সালথায় বর্ণাঢ‌্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও উপ‌জেলার সমবায়ীবৃন্দ এর আ‌য়োজ‌নে শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপ‌জেলা চত্ত্ব‌রে জাতীয় সংগী‌তের সা‌থে সা‌থে সমবা‌য়ের পতাকা উত্তলন করার মাধ‌্যমে সমবায় দিব‌সের শুভ সুচনা করা হয়।

পতাকা উত্তলন শে‌ষে উপ‌জেলা চত্ত্বর থে‌কে এক‌টি বর্ণাঢ‌্য সমবায় র‌্যালী বের হ‌য়ে উপ‌জেলা সদ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে উপ‌জেলা চত্ত‌রে এসে শেষ হ‌য়। র‌্যালী শে‌ষে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপল‌ক্ষে উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এক আ‌লোচনা সভা অন‌ুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী এর সভাপতিত্বে এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী, সালথা মহিলা সমবায় সমিতির সভাপতি চৌধুরী হোসনেয়ারা ইকবাল (মাতু), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব মিয়া প্রমূখ। এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনপ্রতি‌নি‌ধি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। আ‌লোচনা সভাটি সঞ্চালনা ক‌রেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো জাহিদুর রহমান।

আ‌লোচনা সভায় বক্তারা সমবায় খা‌তে বর্তমান সরকা‌রের বি‌ভিন্ন উন্নয়ন নি‌য়ে আ‌লোচনা ক‌রেন, পাশাপা‌শি সমবায়ের মাধ‌্যমে নতুন নতুন উ‌দ্যোক্তা তৈরী হওয়ার কথা ব‌লেন।