Date: May 12, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে টালবাহানার অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

সালথায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে টালবাহানার অভিযোগ

April 20, 2024 06:04:08 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নির্বাচনে টালবাহানার অভিযোগ

সালথা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সালথা উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এবং ভোট গ্রহণ আগামী ১৮ মে সকাল ১০ টা থেকে ৪টা। আর এই নির্বাচন নিয়ে একটি চক্র নানা টালবাহানা শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুরাতন কমিটি বহাল, ত্রুটিপূর্ণ ভোটার তালিকাসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে ঐ চক্রটির বিরুদ্ধে। এ নিয়ে বর্তমানে প্রতিদ্বন্দী প্রার্থী ও অনেক সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বর্তমান ব্যবস্থাপনা কমিটির গত ২০ মার্চ ২০২৪ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ এপ্রিল তফসিল ঘোষনা ও ৬ টি পদে ১৮ মে ২০২৪ ভোট গ্রহনের তারিখ নির্ধারিত হয়। তবে অভিযোগ উঠে ঈদের পরপর তরিঘরি তফসিল ঘোষনা মুলত সাবেক কমিটি কে বহাল রাখার জন্য। আর ম্যানেজারও কৌশলে ছুটিতে রয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মনোনয়ন ফরম সংগ্রহের প্রথমদিনে ম্যানেজার উপস্থিত না থাকলেও সাবেক কমিটির ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন এরপরই অফিস বন্ধ হয়ে যায়। আর কেউ যেন মনোনয়ন পত্র সংগ্রহ করতে না পারে এজন্য শুক্রবার অফিস বন্ধ এবং শনিবারও অফিস বন্ধ রাখা হবে বলে অভিযোগ রয়েছে। আবার রবিবার শেষ দিন ফরম সংগ্রহ ও জমা দিতে প্রার্থীরা সমস্যায় পড়ে যাবেন বলেও জানা যায়।

সূত্রটি আরও জানায়, বর্তমান কমিটিকে বহাল রাখার জন্য একটি চক্র গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। তারা এটি বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পায়তারা করছে। ভোটার তালিকা হালনাগাদ না করে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণয়ন এবং চুরান্ত ভোটার তালিকা প্রকাশ না করে নির্বাচনের তফসিল ঘোষনা করা। আবার সেই ভোটার তালিকাও গোপন রেখেছে। মৃত ভোটারের নাম সংযুক্ত এবং কিছু ভোটারের নাম দুইবার করে রয়েছে বলেও অভিযোগ রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে ঐ চক্রটি সমিতির সুনাম নষ্ট করছে বলেও জানায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জানান, আমিসহ আমরা কয়েকজন বৃহস্পতিবার অফিস শেষ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে সময় শেষ বলে জানায়। পরদিন শুক্রবার আবার গেলে অফিস বন্ধ পাই। তবে শনিবারও অফিস বন্ধ তাহলে মনোনয়ন সংগ্রহ করবো কিভাবে, রবিবার তো আমাদের অফিস আছে? তফসিল ঘোষনা হলে সংশ্লিষ্ট অফিস খোলা থাকে, কিন্তু এটা বন্ধ। আবার ভোটার তালিকা প্রকাশ হয়নি। যথারীতি অফিস খোলা ও চুরান্ত ভোটার তালিকা প্রকাশ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।

সালথা শাখার ম্যানেজার মোঃ হাফিজুর রহমান বলেন, রবিবার আমি অফিসে থাকবো, আমার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে, ভোটার তালিকাও পাবেন। শুক্রবার বন্ধ কেন জিজ্ঞেস করলে খোলা আছে বলে তিনি জানান, তবে কয়েক দফা গিয়ে অফিস বন্ধ পাওয়া যায়।

সমিতির বর্তমান সভাপতি নরেশ কুমার মন্ডল জানান, শুক্রবারের জন্য আজ অফিস বন্ধ আছে, কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে চাইলে ম্যানেজারের নিকট দিতে পারবে। ম্যানেজার বর্তমানে ঈদের ছুটিতে আছে, শনিবার আসবে এবং রবিবার থেকে নিয়মিত অফিস করবে। বর্তমানে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা খসড়া তালিকা, আগামীকাল অফিসে চুরান্ত ভোটার তালিকা পাওয়া যাবে।

কাল্বের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জেলা সমবায় বিভাগের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন বলেন, মুলত দুদিন মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এই জন্য ১৮ এবং ২১ তারিখ করা হয়েছে। ১৯ এবং ২০ তারিখ ছুটির দিন তাই বন্ধ। হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ বর্তমান কমিটির কাজ। পকেট কমিটি গঠন করার কোন সুযোগ নাই। সমবায় সমিতি একটি অর্থনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় নির্বাচন পরিচালনা কমিটি বদ্ধ পরিকর।