Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধন

June 21, 2022 06:39:24 AM  
সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধন

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:
গ্লোবাল টেলিভিশন ভবনের সামনে এসাইনমেন্ট এডিটর আনিছুর রহমান সাব্বির তরুণ বেগী, রাসেদ, বাঁধন ক্যামেরা পারসন সনি, গাড়ী চালক ইকবাল, হাফিজসহ সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঝিনাইগাতী প্রেসক্লাব।

সোমবার দুপুরে ঝিনাইগাতী প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় জেলা পরিষদ ডাক বাংলো'র সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সাংবাদিকরা তাদের বক্তব্যে গত ১৩ জুন সোমবার সকালে এসাইনমেন্ট কাজে বের হওয়ার সময় গ্লোবাল টেলিভিশন ভবনের প্রধান কার্যালয়ের সামনে এসাইনমেন্ট এডিটর আনিছুর রহমান, সাব্বির, তরুণ বেগী, রাসেদ, বাঁধন, ক্যামেরা পারসন সনি, গাড়ী চালক ইকবাল, হাফিজসহ সাংবাদিকদের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলা করে সন্ত্রাসী মুন্না বাহিনী।

মানববন্ধনে ঝিনাইগাতী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ওই হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারী মুন্না বাহিনীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী জানান তারা।

গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু হেলাল এর সভাপতিত্বে ও ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি মো. নমশের আলম, সহ-সভাপতি মো. জিয়াউল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফুল্লাহ,সদস্য আনিছ আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।