Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সৈয়দপুরে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৈয়দপুরে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

August 25, 2024 07:11:39 PM   উপজেলা প্রতিনিধি
সৈয়দপুরে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত

নীলফামারীর সৈয়দপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিস মন্ডল (৫৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তার বাড়ি পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের মছে হাজীপাড়া গ্রামে। এলাকাবাসী জানান, শনিবার রাতে সৈয়দপুর পার্বতীপুর রোডে অবস্থিত স্থানীয় চৌমুহনী বাজার থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই সড়কে অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আরোহী আনিস মন্ডল।

পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথেই তিনি মারা যান।

রোববার (২৫ আগস্ট) সকাল ১১ টায় মন্ডলপাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।