
সৈয়দপুরে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সহায়তায় দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফওএইচ) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দোস্ত এইড বাংলাদেশ এর আর্থিক সহায়তায় মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন পৌর কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন। এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম মো. জাকির হোসেন , দোস্ত এইড বাংলাদেশ'র প্রতিনিধি ইয়াসির আরাফাত , আদর্শ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল, সহ সভাপতি সানজিদা খাতুন, সাধারন সম্পাদক মো. আব্দুল লতিফ, সহ সাধারন সম্পাদক বিন্দিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক শাহজাদা ,সহ সাংগঠনিক সম্পাদক মো. চাঁন, দোস্ত এইড বাংলাদেশ ও মরিয়ম চক্ষু হাসপাতালের অন্যান্য প্রতিনিধিসহ সৈয়দপুরের ২২টি উর্দুভাষী অবাঙালী ক্যাম্পের প্রতিনিধিবৃন্দ।
দিনব্যাপী ফ্রী চক্ষু শিবিরে সৈয়দপুরের ২২ টি ক্যাম্পসহ অন্যান্য এলাকার ৪১৬ জন নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
চক্ষু শিবিরে ১১৯ জনের চোখের দৃষ্টি পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮২ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়া ১৭৪ জন চোখের ছানি রোগী বাছাই করা হয়। এদের মধ্যে প্রথম ধাপে ৭৫ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই শেষে মরিয়ম চক্ষু হাসপাতালে তাদের চোখের ছানি অপারেশন করা হয়েছে। যাদের চোখের ছানি অপারেশন করা হয়েছে তাদেরকে বিনামূল্যে লেন্স,চশমা, ওষুধ প্রদানসহ থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং যাতায়াত ভাতাও দেওয়া হয়। বাকি রোগীদেরও পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন এবং চশমা, ওষুধ সহ অন্যান্য প্রদান করা হবে। এছাড়া শিবিরে আসা অন্যান্যদের চোখের পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
জানতে চাইলে সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক মাজিদ ইকবাল এবং আব্দুল লতিফ বলেন, অসহায় চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য তাদের ডাকে দোস্ত এইড বাংলাদেশ ও মরিয়ম চক্ষু হাসপাতাল এগিয়ে আসায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা । উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি যাতে ভবিষ্যতে আরও বড় পরিসরে চক্ষু শিবিরসহ মানবসেবায় অন্যান্য কাজ করে যেতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা।