Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / হেজবুল্লাহকে অর্থ যোগানদাতা ব্যাংকে হামলা, লেবাননে ব্যাপক বিস্ফোরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হেজবুল্লাহকে অর্থ যোগানদাতা ব্যাংকে হামলা, লেবাননে ব্যাপক বিস্ফোরণ

October 21, 2024 01:06:37 PM   অনলাইন ডেস্ক
হেজবুল্লাহকে অর্থ যোগানদাতা ব্যাংকে হামলা, লেবাননে ব্যাপক বিস্ফোরণ

বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, হেজবুল্লাহকে সমর্থন দেওয়া একটি ব্যাংকের বিভিন্ন শাখা হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এর মধ্যে বৈরুতের দক্ষিণে দাহিয়েহ শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বেক্কা উপত্যকা এবং দক্ষিণ লেবাননসহ এই এলাকাগুলো হেজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন।

হামলায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ইসরায়েল আগেই লেবাননের ২৫টি এলাকাসহ ১৪টি রাজধানী বৈরুতের অঞ্চলকে সতর্ক করেছিল, যেখানে রাতভর হামলার আশঙ্কা রয়েছে।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, হেজবুল্লাহকে সমর্থনকারী ব্যাংক ও আর্থিক অবকাঠামোই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “হেজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রমে অর্থদান করে এমন প্রতিষ্ঠানগুলোর কাছে যারা আছেন, তাদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।"

আইডিএফ আরও জানায়, বৈরুতে হেজবুল্লাহর সমরাস্ত্র ওয়ার্কশপ ও গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোরও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।

এদিকে, হেজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে।

লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, বেক্কা ভ্যালি সহ বিভিন্ন স্থানে ব্যাংক আল কার্দ আল হাসান এসোসিয়েশনের শাখাগুলোতে হামলা হয়েছে।

বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ব্যাংকের শাখায় হামলার পর সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যাংকটির ৩০টির বেশি শাখা রয়েছে, যার মধ্যে ১৫টি রয়েছে বৈরুতের জনবহুল এলাকায়।

হেজবুল্লাহ এবং লেবাননের কর্মকর্তারা ইসরায়েলকে বেসামরিক লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ তুলেছে। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে।

লেবাননে থাকা জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউনিফিল) অভিযোগ করেছে, ইসরায়েল তাদের পর্যবেক্ষণ টাওয়ার এবং মারওয়াহিন শহরে জাতিসংঘ অবস্থানের নিরাপত্তা বেড়া ধ্বংস করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে তারা দাবি করেছে।

অন্যদিকে, লেবাননের আর্মি জানিয়েছে, নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছে।

হেজবুল্লাহ জানিয়েছে, গাজায় হামাসের প্রতি সংহতি জানাতেই তারা ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে।