
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
উত্তরবঙ্গের বৃহত্তম মার্কেট নীলফামারীর সৈয়দপুর প্লাজার ব্যবসায়ীরা প্লাজার প্রকল্প পরিচালকের নানা অনিয়ম ও ব্যবসায়ীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১২ দফা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সৈয়দপুর প্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি ও এসআর প্লাজার ব্যবসায়ীরা অংশ নেন। শতাধিক ব্যবসায়ী নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, সহ-সভাপতি সোহেল রানা, কোষাধ্যক্ষ আরমান হোসেনসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্লাজার ভিতরে চাইনিজ রেস্তোরার আড়ালে দেহ ব্যবসা, প্লাজার টয়লেটগুলো দোকান বানিয়ে বিক্রি, পর্যাপ্ত জেনারেটর ও অগ্নিনির্বাপনের ব্যবস্থার অভাবসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানালে প্রকল্প পরিচালক গোলজার আশরাফী ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন বলে অভিযোগ করা হয়।
তারা আরও অভিযোগ করেন, প্রকল্প পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দিলেও কোনো প্রতিকার হয়নি। উল্টো, যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি ঢাকায় না যেয়েও তাদের বিরুদ্ধে ১ কোটি টাকার চাঁদাবাজীর মামলা করা হয়েছে।
ব্যবসায়ীদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে, মিথ্যা মামলা ৭ দিনের মধ্যে প্রত্যাহার, দুর্নীতিবাজ প্রকল্প পরিচালকের অপসারণ, আধুনিক টয়লেট ও ৩০০ কেভি অটো জেনারেটরের ব্যবস্থা, প্লাজার গার্ডরুম দখলমুক্ত করা, গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন, চলন্ত সিঁড়ি ও লিফট চালু করা, মার্কেটের সৌন্দর্যবর্ধনে গ্লাস পরিবর্তনসহ সমস্ত মার্কেটটি রং করা, এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দাবি মানা না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন। মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে প্লাজার মালিকপক্ষ ও প্রকল্প পরিচালকের নানা অনিয়মের আরও বিস্তারিত তুলে ধরা হয়।
এ বিষয়ে সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক গুলজার আশরাফীর সাথে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।