Date: October 19, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত

October 13, 2025 09:32:16 PM   অনলাইন ডেস্ক
৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়–অধিভুক্ত সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের কাজের অগ্রগতি জানার পর আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি মো. তানজিমুল আজিজ সোমবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।

তিনি জানান, অধ্যাদেশ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। প্রতিনিধি দলের ২৩ জন সদস্য দীর্ঘ আলোচনা করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। আলোচনার পর নিশ্চিত হওয়া গেছে যে, অধ্যাদেশের কাজ এখন দ্বিতীয় ধাপে রয়েছে। এই ধাপটি সবচেয়ে সময়সাপেক্ষ হলেও, এটি শেষ হলেই প্রায় পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। অধ্যাদেশ দ্রুত জারি করার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা আপাতত শান্তিপূর্ণভাবে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তানজিমুল আজিজ আরও বলেন, অধ্যাদেশ প্রণয়ের অংশ হিসেবে জমা থাকা প্রায় ছয় হাজার ই-মেইল যাচাই-বাছাই এবং নথিভুক্ত করার কাজ চলছেই। জনবল সংকটের কারণে আগে মাত্র দুজন কর্মকর্তা দায়িত্বে ছিলেন, তবে এখন চাপ বুঝে পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, আগামী তিন থেকে চার দিনের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ শেষ করা হবে, যার পর প্রতিটি ধাপ চার দিনের মধ্যে সমাপ্ত করা সম্ভব হবে।

তিনি আশ্বস্ত করেন, সবকিছু ঠিকভাবে চললে অধ্যাদেশ শিগগিরই ক্যাবিনেটে উঠবে। তবে প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টারা দেশে না থাকলে প্রক্রিয়ায় কয়েক দিনের বিলম্ব হতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশে আজিজ বলেন, “আমরা নিশ্চিত হয়েছি—অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ শেষ। এখন শান্তিপূর্ণভাবে অপেক্ষা করলেই ফল আসবে। শিক্ষা উপদেষ্টা বলেছেন, আমরা যেন আন্দোলনে এমন কিছু না করি যাতে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।”

এছাড়া তিনি আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের বিষয়েও উল্লেখ করেন। তিনি জানান, একজন শিক্ষার্থীকে আঘাত করার কারণে মাথায় সেলাই দিতে হয়েছে, আরও দুজন আহত হয়েছেন, একজনকে ঢাকা মেডিকেলে সিটি স্ক্যান করতে হয়েছে। এ ঘটনারও যথাযথ তদন্ত করার দাবি জানিয়েছেন তিনি।

তানজিমুল আজিজ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে কঠিন সময় পার করছেন, তবে অধ্যাদেশ প্রণয়ের অগ্রগতি দেখে তারা আশাবাদী হয়েছেন এবং ধৈর্য ধরে প্রক্রিয়ার ফলাফলের অপেক্ষায় রয়েছেন।