
মাগুরা জেলার রাজনীতির ইতিহাসে অভূতপূর্ব সংবর্ধনা দেখলো মাগুরাবাসী। বুধবার দুপুরে বরেণ্য ক্রিকেটার মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাকিব আল হাসানকে হাজার হাজার মানুষ পথে পথে ফুলের বৃষ্টি ছড়িয়ে শুভেচ্ছা জানিয়েছে। এ যেনো অগ্রহায়ণে ফুলের বৃষ্টি উপভোগ করলেন সকিব ও মাগুরাবাসী। তাকে বহনকারী গাড়িতে বিছিয়ে পড়া ফুল কুড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে ছুড়ে দিতেও কার্পন্য করলেন না তিনি। বাংলাদেশ আওয়ামিলীগ থেকে মনোনয়ন পাওয়ার পর আজ প্রথম সকিবের মাগুরায় আগমন, যেখানেই তিনি গিয়েছেন সেখানেই তাকে রাশি রাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মাগুরাবাসী।
ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান বুধবার সকাল ৮টায় ঢাকা থেকে বিশাল গাড়ির বহর নিয়ে মাগুরার উদ্দেশ্যে রওনা হলেও পথে ছিল তার জন্যে মনোমুগ্ধকর সংবর্ধনার আয়োজন। দুপুর ১টার দিকে মাগুরা শহরের প্রবেশমুখে কামারখালি সেতু এলাকায় পৌঁছলে হাজার হাজার মানুষের ঢল নামে। সেখান থেকে মাগুরা শহরে পৌঁছান দুপুর সোয়া ২টার দিকে। এর মাঝে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দেয়া ফুলে ফুলে সিক্ত হয়েছেন সাকিব।
শহরে প্রবেশের পর প্রথমেই তিনি যান সৈয়দ আতর আলী সড়কের জামরুল তলায় মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে সাকিবের সাথে মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর বিরেন শিকদারসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় শেষে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শুভেচ্ছা জানান। পরে বিকাল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সাকিবের জন্যে আয়োজন করা হয় নাগরিক গণ গণসংবর্ধনা। এই মঞ্চ থেকে মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল এবং সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল ফুলের তৈরি নৌকা প্রতীক তুলে দেন সাকিবের হাতে।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাকিব আল হাসান মাগুরাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।