
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে বসবাসরত বরিশাল বিভাগের জনসাধারণকে ঐক্যবদ্ধ রাখার এবং নানামুখী সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে 'বরিশাল একতা ক্লাব গাজীপুর' নামক একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (প্রথম মে) গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার মেঘের ছায়া রিসোর্টে ক্লাবটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে বরিশাল একতা ক্লাবের সদস্যরা একে অপরের সাথে পরিচিতি লাভ করেন।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মেঘের ছায়া রিসোর্টে সকাল ১০ টায় বরিশাল একতা ক্লাবের অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। পরে পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এবং আগত অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে নবগঠিত বরিশাল একতা ক্লাবের সফলতা কামনা করেন এবং মানবিক কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের এক ফাঁকে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অতিথিদের ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা জানান।
গাজীপুরে বসবাসকারী বরিশালবাসী ঐক্যবদ্ধ থেকে নিরীহ, অসহায়, দরিদ্র, নিপীড়িত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম করার লক্ষ্যেই বরিশাল একতা ক্লাবটি গঠন করা হয়েছে বলে জানান, ক্লাবের নেতৃত্ববৃন্দ ও সদস্যরা।
আত্মপ্রকাশ ও পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বরিশাল একতা ক্লাব, গাজীপুরের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ওই ক্লাবের উপদেষ্টা মোঃ মফিজুল ইসলাম মফিজ।