Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আক্কেলপুরে ‘স্মার্ট ভূমি সেবা সপ্তাহ’ পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আক্কেলপুরে ‘স্মার্ট ভূমি সেবা সপ্তাহ’ পালিত

May 22, 2023 07:35:51 PM   দেশজুড়ে ডেস্ক
আক্কেলপুরে ‘স্মার্ট ভূমি সেবা সপ্তাহ’ পালিত

নিজস্ব সংবাদদাতা:
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে নানা আয়োজনে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা ভূমি অফিস এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

সোমবার (২২ মে) সকালে  উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এর সভাপতিত্বে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র মো. শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান কবির।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান,  আক্কেলপুর থানা উপ-পরিদর্শক আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান মুন প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন।