Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / দীঘিনালায় যথাযথ মর্যাদায় মে দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দীঘিনালায় যথাযথ মর্যাদায় মে দিবস পালিত

May 01, 2025 11:58:56 PM   অনলাইন ডেস্ক
দীঘিনালায় যথাযথ মর্যাদায় মে দিবস পালিত

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রশীদ।

সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া, উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য মনির হোসেন, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই মে দিবসের গুরুত্ব অপরিসীম। তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে সকলকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে দীঘিনালার বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।