
আজ সারা দেশের মতো জামালপুরেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন ও সামাজিক সংগঠনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ শ্রমজীবী মানুষ।
পরে জেলা প্রশাসকের একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির শত বছরের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। এই দিনের চেতনা আমাদের মনে করিয়ে দেয়, শ্রমিক ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।”
তাঁরা আরও বলেন, “বর্তমান যুগে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। আমাদের শিল্প ও কৃষি খাতের অগ্রগতির পেছনে শ্রমিকদের অবদান অপরিসীম। অথচ এখনও অনেক শ্রমিক অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন, কাজের নিরাপত্তা নেই, নেই স্বাস্থ্যসেবা ও আবাসনের সুব্যবস্থা।”
বক্তারা সরকারের পাশাপাশি মালিকপক্ষকেও শ্রমিকবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানান। তাঁরা বলেন, “শ্রমিক-মালিক সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। শ্রমিককে মানুষ হিসেবে সম্মান দিলে উৎপাদন বাড়ে, উন্নয়নও টেকসই হয়।”