Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আক্কেলপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আক্কেলপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ

September 13, 2022 07:21:08 AM  
আক্কেলপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ

আক্কেলপুর সংবাদদাতা, জয়পুরহাট:
জয়পুরহাটের আক্কেলপুরে জলাশয়, প্লাবন ভূমি, বর্ষায় প্লাবিত ধানক্ষেত ও সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ ও বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় আক্কেলপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোকছেদ আলী, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর আতিকুজ্জামান মুন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোশফিকুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) রহিমা সুলতানা, ক্ষেত সহকারী (এনএটিপি-২) হারুন অর রশিদ, অফিস সহকারী মাহমুদল হাসান প্রমুখ।

২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্য দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্লাবন ভূমি, বর্ষায় প্লাবিত ধানক্ষেত ও সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক ভাবে ১৫টি জলাশয়ে প্রায় ২শত ৫৫ কেজি রুই, কাতলা, মৃগেল জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।