Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা

February 16, 2025 01:34:20 PM   উপজেলা প্রতিনিধি
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা

নুরুজ্জামান শেখ:
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাত আয়োজিত এ বছরের বিশ্ব ইজতেমা। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়।

এর আগে ১২টা ৩৮ মিনিটে মোনাজাত শুরু করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

ফজরের পর বয়ান করেন মাওলানা মোরসালিন (দিল্লি নিজামুদ্দিন)। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় হেদায়েতি বয়ান শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ, যা তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমা আয়োজন করা হয়। ১৯৬৬ সালে এটি স্থানান্তর হয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে থাকে।

৩১ জানুয়ারি শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের আয়োজনে প্রথম পর্ব শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারীরা (মাওলানা সাদপন্থি) দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেন।