
ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অবস্থিত ‘ময়মনসিংহ সাহিত্য সংসদ’-এর বহু বছরের সাহিত্য চর্চার কেন্দ্র মুক্তমঞ্চ গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা উচ্ছেদ অভিযানে উদ্যানের ভেতরে থাকা কয়েকটি স্থাপনার সঙ্গে মুক্তমঞ্চটিও ভেঙে ফেলা হয়।
এই ঘটনার প্রতিবাদে কবি-সাহিত্যিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, কাচারীঘাট এলাকায় ‘হিমু আড্ডা’র সামনের একটি অসম্পন্ন ভবন উচ্ছেদ করতে না পেরে পরে মুক্তমঞ্চটি গুঁড়িয়ে দেয় উচ্ছেদকারী দল। এরপর ‘বিজয়ী পিঠা বাড়ি’সহ পার্কের আশপাশের অন্যান্য দোকান ও কাঠামো সরানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত কবি শামীম আশরাফ বলেন, “৪৫ বছর ধরে আমরা এই মুক্তমঞ্চে সাহিত্যচর্চা করে আসছি। এই জায়গাটিই বীক্ষণের আসর, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজের পদচিহ্ন রয়েছে এখানে।”
ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ বলেন, “প্রভাবশালীরা শত শত একর জমি দখলে রেখেছে, তা উচ্ছেদ হচ্ছে না। অথচ সাহিত্যচর্চার ছোট্ট একটি মঞ্চ সরিয়ে দেওয়া হলো, যা দুঃখজনক।”
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুল্লাহ আল নাকিব বলেন, “মুক্তমঞ্চ থেকে মাত্র ১০০ গজ দূরে থাকা বাণিজ্য মেলা নামে অস্থায়ী স্থাপনা ছয় মাস ধরে রয়েছে, সেটি এখনও উচ্ছেদ হয়নি।”
অন্যদিকে, ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজিদ বলেন, “নাগরিকদের অভিযোগের ভিত্তিতে বৈধ কাগজপত্রবিহীন অবৈধ স্থাপনা সরানো হয়েছে। নগরবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।”