Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / আগামী সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আগামী সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন

March 03, 2023 12:39:43 AM   দেশজুড়ে ডেস্ক
আগামী সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন

পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
ঐতিহ্যবাহী লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনেও বইতে শুরু করেছে ভোটের হাওয়া। এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ১৯৪৯ সালের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি  মৃত ইশার উদ্দিন আহমেদের পুত্র, ১৯৬৭ সালে পাটগ্রাম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৬৯ সালে ঐতিহাসিক আগরতলা মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য আসামিদের মুক্তির দাবিতে সমস্ত উত্তরবঙ্গের আওয়ামী নেতাদের সাথে গ্রাম-গঞ্জের জনতাকে ঐক্যবদ্ধকারী নেতা। তিনি বর্তমানে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জানা যায়, ১৯৮৬ সালের নির্বাচন থেকে শুরু করা এ আসনটি সংসদীয় এলাকা লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) নামে পরিচিত। এই আসনটি একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটারের সংখ্যা চার লাখ ৩২ হাজার ৭শ’ ৫৩ জন। মূলত এ আসন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয়ের সম্ভাবনাই বেশি বলে এলাকাবাসী মনে করেন।

আ.লীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, এক সময়ের জাতীয় পার্টির আসন বলা হলেও সময়ের ব্যবধানে আসনটি এখন আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরেই আসনটিতে প্রতিনিধিত্ব করছেন নৌকা নিয়ে বিজয়ী আওয়ামী লীগ। এই আসনে আগামী নির্বাচনেও বিজয়ের ধারা অব্যাহত রাখতে ও দলীয় মনোনয়ন পেতে পুরোদমে কাজ শুরু করেছে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

স্থানীয় আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনে করেন, এ আসনটি বিগত সময়ে জাতীয় পাটির দুর্গ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এ আসনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সরব উপস্থিতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে একদিকে যেমন ভোটব্যাংক ও জনসমর্থন বেড়েছে। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী দল উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নিষ্ক্রিয়তার কারণে আগের তুলনায় বিএনপি অনেকটা ঝিমিয়ে পড়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেরই নাম শোনা যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন পাবেন বলে বেশির ভাগ আওয়ামী নেতাগণ প্রত্যাশা প্রকাশ করেছেন।