
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, "আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচনের চিন্তাভাবনা করুন।" বুধবার (১৬ অক্টোবর) শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে গণঅধিকার পরিষদ শ্রীপুর শাখার আয়োজনে একটি পথসভায় তিনি এ কথা বলেন।
গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় স্বার্থ ও গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত এই সভায় নুরুল হক নুর অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, "ছাত্রজনতার আন্দোলনের ফল ভোগ করতে যাঁরা বিভিন্নভাবে বিচারপতি, ডিসি, এসপি নিয়োগে প্রতিযোগিতায় নেমেছেন, তাঁরা কিন্তু গণহত্যাকারীদের ঠেকাতে পারছেন না। আমাদের জীবন থাকতে গণহত্যাকারী আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে ঠাঁই দেওয়া হবে না। আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠার জন্য ভারতসহ বেশকিছু দেশ উঠেপড়ে লেগেছে।"
তিনি আরও বলেন, "শুধুমাত্র একটি নির্বাচনের জন্য দেশের জনগণ আপনাদের ক্ষমতায় বসায়নি। জনগণের জনপ্রত্যাশা পূরণের জন্য আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আমরা আপনাদের সহযোগিতা করতে চাই।"
গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার আহ্বায়ক পাঠান আজাহারের সভাপতিত্বে এবং মনির মোল্লার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।