Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / আমতলীর চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমতলীর চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

May 08, 2025 09:56:30 PM   অনলাইন ডেস্ক
আমতলীর চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

বরগুনার আমতলীর সোনাখালী গ্রামে কলাগাছ কাটাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ১২ টায় র‌্যাব-৮, সিপিসি-১ ও র‌্যাব-৪, সিপিসি-২ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি হাবিব প্যাদা (৫৫) এবং মো. জিয়া প্যাদাকে ঢাকা জেলার সাভার থানাধীন কলমা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের মৃত মো. মঞ্জু প্যাদার ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল আমতলী উপজেলার আঠার গাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের মৃত তৈয়ব আলী প্যাদার ছেলে আবুল প্যাদা তার বাড়ীর দরজায় ৫টি কলাগাছ রোপন করেন। একই বাড়ির হাবিল প্যাদা ওই জমি তার দাবী করে কলাগাছগুলো কেটে ফেলেন। এ নিয়ে ১১ এপ্রিল রাতে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার সময় নিহত আলমগীর প্যাদা intervene করতে গেলে হামলা চালানো হয়। হামলায় মাথায় আঘাত পেয়ে আলমগীর প্যাদা মারা যান। আহত হন তার পরিবারের সদস্যরা।

ভিকটিমের স্ত্রী নাছিমা বেগম (৩১) বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে।