Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / কমলগঞ্জ ও মৌলভীবাজার বিভিন্ন সীমান্তে পুশইন বাড়তি নজরদারিতে বিজিবি টহল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কমলগঞ্জ ও মৌলভীবাজার বিভিন্ন সীমান্তে পুশইন বাড়তি নজরদারিতে বিজিবি টহল

May 08, 2025 09:59:54 PM   অনলাইন ডেস্ক
কমলগঞ্জ ও মৌলভীবাজার বিভিন্ন সীমান্তে পুশইন বাড়তি নজরদারিতে বিজিবি টহল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে পুলিশ ও বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইন সহ যে কোনো ধরনের উস্কানীমূলক তৎপরতা চালালে সেটা প্রতিহত করার পুর্ণ প্রস্তুতি রাখা হয়েছে, এমন দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত অর্ধশতাধিক নারী-পুরুষ পুশইন করার খবর পাওয়া গেছে। তবে সরকারি নির্ভরযোগ্য কোনো সূত্র এখনও এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।

স্থানীয়দের দাবি, ভারত-পাকিস্তান যুদ্ধের পরিস্থিতি মোকাবিলা করতে তাদের সীমান্তের ওপার থেকে পুশইন করেছে বিএসএফ। এদিকে সীমান্তে পুশইন এর জন্য আরও অনেক লোককে সীমান্তে জড়ো করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।

কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তের সংশ্লিষ্ট স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ মে) সকালে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে বিজিবি আটক করেছে। স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিব নারায়ণ শীল বলেন, "বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৫ জনকে আটক করেছে, এর মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।" আটককৃতরা জানায়, তারা দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের আসামে বসবাস করছিল, কিন্তু ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে আসে এবং বিএসএফের হাতে তুলে দেয়। তারা প্রায় ৩০০ লোক ছিলেন, এর মধ্যে কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে পুশইন করা হয়।

এদিকে, বিজিবির এক কর্মকর্তা জানান, পাল্লথাল সীমান্ত এলাকায় ১৭ জন নারী-পুরুষ আটক করা হয়েছে, এর মধ্যে ৯ জন শিশু রয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) এ কে এইচ জাহাঙ্গীর হোসাইন এ বিষয়ে জানান, "পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। তবে পুশইন বা কোনো নাগরিক আটক হওয়ার খবর আমরা এখনো জানি না।"

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার আহমদ জানান, "আমাদের বর্ডারের আশপাশের বিভিন্ন এলাকায় টহল পুলিশ নজরদারিতে আছে, এসপি স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা সব সময় সতর্ক অবস্থানে আছি।"