
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ভ্যান-ভটভটির সংঘর্ষে মাহাবুব আলম (১৮) নামে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩জন।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাহাবুব আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে এবং সে ভটভটি চালক। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১০টা নাগাদ নওগাঁ-নাটোর সড়কের বিহারীপুর চারমাথা মোড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে ,এ দিন ইঞ্জিত চালিত ভটভটিতে মালামাল নিয়ে কাশিয়াবাড়ী হাটে যাচ্ছিলেন। এসময় বিহারীপুর মোড়ে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি অটো-চার্জার ভ্যানের সাথে সংঘর্ষ বাধে। এতে ভটভটি উল্টে ঘটনাস্থলেই মাহাবুব মারা যায়। সংঘর্ষে একই উপজেলার দিঘাগ্রামের এমদাদুলের ছেলে রাসেল আহম্মেদ (২১), কাশিয়াবাড়ী গ্রামের সখিন উদ্দীনের ছেলে রহিদুল ইসলাম (৪৪) ও সদুপুর গ্রামের আদেশ আলীর ছেলে মোফাজ্জল হোসেন(৪৮) আহত হয়। আহতদের আত্রাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে রহিদুলের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার মমতা ইয়াসমিন জানিয়েছেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।