
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদ শাহা (৩০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদ শাহা একই উপজেলার তারাটিয়া গ্রামের নুর মোহাম্মদ শাহার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার শাফিউল ইসলাম বলেন, শহিদ শাহা ভবানীপুর গ্রামে একটি বাসা নির্মানের কাজ করছিল। দুপুরে কাজ শেষে বাসার ছাদ
থেকে রড হাতে নিয়ে নেমে আসছিল। এসময় হাতে থাকা রড বাসার পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে স্পর্শ হলে সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে ছাদের উপর পরে যায়। সঙ্গে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলেকর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।