Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সমাজের ৯০ ভাগ পরিবার তাদের বোনদের ঠকায় : শেরপুর পৌর মেয়র - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সমাজের ৯০ ভাগ পরিবার তাদের বোনদের ঠকায় : শেরপুর পৌর মেয়র

February 25, 2024 03:19:18 PM   জেলা প্রতিনিধি
সমাজের ৯০ ভাগ পরিবার তাদের বোনদের ঠকায় : শেরপুর পৌর মেয়র

শেরপুর প্রতিনিধি:
সমাজের শতকরা ৯০ টি পরিবার সম্পদের দিক দিয়ে তাদের বোনদের ঠকায়, নারীদের ঠকায় বলে মন্তব্য করেছেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে পৌর টাউন হল অডিটরিয়ামে হেযবুত তওহীদ এর নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, আমাদের এই শেরপুর শহরে অসংখ্য পরিবার রয়েছে যারা তাদের বোনদের সম্পদ বন্টনে বৈষম্য করছে। এসব বিষয়ে আমি মেয়র হিসেবে অনেক শালিশ করেছি। তাই আপনাদেরকে সোচ্চার হতে হবে নারীদের অধিকার আদায়ে। সেই সাথে  ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকেই নারীদের নিয়ে কাজ করতে হবে।

“আমরা আগামী যুগের আদর্শ নারী হবো” এ শ্লোগানকে সামনে রেখে হেযবুত তওহীদ শেরপুর জেলা শাখার নারী বিষয়ক সম্পাদক নুসরাত জাহান শারমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে মুখ্য আলোচক ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পন্নী।

এছাড়া অন্যান্য অতিথির মধ্যে ময়মনসিংহ বিভাগের সভাপতি রহমত উল্লাহ রানা, নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, শেরপুর জেলা শাখারা সভাপতি মুমিনুর রহমান পান্না প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জড়তা, অন্ধত্ব, সংকীর্নতা, ধর্মব্যবসা, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগাতে এবং নিজেদের জাগতে হবে। সেই সাথে আল্লার আইন ও ধর্মীয় অনুশাসন মেনে মু'মিন হতে হবে। জীবনে ইসলামের আলোকে ধারন করতে হবে।

সমাবেশে হেযবুত তওহীদ এর জেলা শাখার প্রায় ৩ শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।