
স্টাফ রিপোর্টার:
সাভার ও আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগ প্রায় ১ হাজার বাসা বাড়ি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় আশুলিয়া ও কাসেমপুরের ১ কিলোমিটার এলাকায় ৬টি পয়েন্টে অভিযান চালানো শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে বিভিন্ন সাজায় জেল এবং জরিমানা করেন।
সাভার ও আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ার আবু সাদাত সায়েম বলেন, অভিযানের ধারাবাহিকতায় আজকে আমরা আশুলিয়া ও কাশিমপুর এলাকার মোট ছয়টি পয়েন্টে প্রায় এক হাজার বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি। ইতোমধ্যেই আপনারা জানেন যে আমরা আগেও কয়েকবার এলাকাগুলোতে অভিযান পরিচালনা করেছি। আমাদের গ্যাস আইনের কিছু দুর্বলতার কারণে দুষ্কৃতকারী, চোর, দালাল চক্র সরকারি সম্পদ গ্যাস সংযোগ দিয়ে থাকে। সরকারের প্রাকৃতিক এই সম্পদ ব্যবহার করে তারা সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
জানা যায়, আশুলিয়া ধামসোনা ইউনিয়নের শেরআলী, গাজীরচট বিভিন্ন এলাকার বৈধ সংযোগকারীরা গ্যাস সংকটে ভুগছে, পাশে জামগড়া এলাকায় কিছু আগে ও গ্যাসের সংকট ছিল। বর্তমানে জামগড়া আবাসিক এলাকাগুলোতে গ্যাস সরবরাহ ঠিক হয়ে যায়। শেরআলী, গাজীরচট বিভিন্ন এলাকার বৈধ সংযোগকারী গ্রাহকদের দাবি অবিলম্বে গ্যাস সরবরাহ যেন ঠিক করা হয়।