Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

August 20, 2022 01:12:28 AM  
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

দাউদুল ইসলাম নয়ন, ঢাকা:
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ঘটিকার সময় শিমুলিয়ার গোহাইল বাড়ি হাই স্কুল মাঠে শিমুলিয়া ইউনিয়ান আওয়ামী লীগের উদ্যোগ জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

ইউনিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বাবুল মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও দূর্যোগ ব্যাবস্হাপনা মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। এসময় তিনি বলেন, ১৫ই আগস্ট বাংলার বাঙালি জাতির কালো অধ্যায় রচিত হয়েছে। যে দিনে আমরা হারিয়েছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাবো। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহব্বান জানান তিনি।

উন্নয়ন ধারাবাহিকতায় আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবো।  যারা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদের হত্যা করছেন। তাদের কে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান  করে,  জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে।

আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কোবির, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কোবির হোসেন, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ, থানা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সবার শেষে দোয়া অনুষ্ঠিত হয় সকলের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।