
আশুলিয়া সংবাদদাতা:
আশুলিয়া তাঁতী লীগের উদ্যোগে জাতির শোক দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে ৫ ঘটিকায় পল্লিবিদ্যুৎ বাস স্ট্যান্ড ডাচ বাংলা ব্যাংকের সামনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
আশুলিয়া থানা তাঁতী লীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন। এসময় তিনি বলেন, ১৯৭৫সালে১৫ই আগস্ট বাংলার বাঙালি জাতির কালো অধ্যায় রচিত হয়েছে । সে দিনে আমরা হারিয়েছি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাবো। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে উন্নয়ন ধারাবাহিকতায় আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবো। যারা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদের হত্যা করছেন। তাদের কে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে, জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে।জিয়াউর রহমান তৎকালীন সেই খুনিদের কে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেব মনোনীত করেছিলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আলম, ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন ,ঢাকা জেলা উত্তরের তাঁতী লীগের সভাপতি মোবারক হোসেন খোকন, ঢাকা জেলা উত্তর তাঁতের লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহাজাদা, আশুলিয়া থানা তাঁতী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাবিবুর রহমান হযরত।
অনুষ্ঠানে যুবলীগ, তাঁতী লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।