Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আশুলিয়ায় ধুমধামের সাথে মহা অষ্টমীর অনুষ্ঠানিকতা সম্পন্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আশুলিয়ায় ধুমধামের সাথে মহা অষ্টমীর অনুষ্ঠানিকতা সম্পন্ন

October 05, 2022 05:41:04 AM  
আশুলিয়ায় ধুমধামের সাথে মহা অষ্টমীর অনুষ্ঠানিকতা সম্পন্ন

আশুলিয়া থানা দিন ৯২ টি পূজা কমিটি পূজা উদযাপন করছেন। ধামসোনা ইউনিয়নের কন্ডা নমসুদ্র পাড়া সর্বজনীন দূর্গা মন্দিরে অনুষ্ঠিত হয় শারদীয় দূর্গা উৎসবের মহা অষ্টমীর অনুষ্ঠানিকতা।

সনাতন ধর্মলম্বীদের বড় পার্বণ শারদীয় দুর্গাপূজা ১ ই অক্টোবর ষষ্ঠী বোধনের মাধ্যমে দূর্গা উৎসব শুরু হয়। ২ রা অক্টোবর  সপ্তমী, ৩রা অক্টোবর মহা অষ্টমী।
মহা অষ্টমীর প্রথম প্রহরে চণ্ডীপাঠ, নব ঘটের মাধ্যমে আরাধনা, দর্পণের মাধ্যমে মাধ্যমে দূর্গা দেবীকে স্নান করানো হয় পরে আরতী পাঠ । পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীর আরাধনা করা হয়। প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তদের সেবা দেওয়া হয়।

সনাতন ধর্মের পাড়া মহল্লায় দেখা গিয়েছে ভক্তরা দেবী দুর্গার কে অঞ্জলি প্রধান করতে। মহা অষ্টমী  সনাতন ধর্মের একটি বড় পার্বণ অন্যান্য দিনগুলোতেও যদি ভক্ত কম হয় অষ্টমীতে সকল ভক্তই দেবী মায়ের অঞ্জলি দিতে আসেন।

ধামসোনা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ মন্ডল বলেন, আমরা আমাদের এই বড় পার্বণ দুর্গা উৎসবে আজকে আমরা মহা অষ্টমী পালন করছি অষ্টমীর মাধ্যমে আমরা দেবী দুর্গার কাছে বিশ্ব শান্তি কামনায় আরাধনা করছি। দেবী এবার আসছে গজে তার অর্থ হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা এই পৃথিবী ভরে দেবে মা দুর্গা । আমরা দুর্গার কাছে আরাধনা করি পৃথিবীর বিরাজমান অশান্তিময়  পরিবেশ  যেন শান্তিময় করে । দেবী দুর্গা এসেছে সকল অন্যায়কে বিনাশ করে দিয়ে শান্তি ময় করবেন।

মহাঅষ্টমীতে সনাতন ধর্মের তিনটি আনুষ্ঠানিকতা পালন করা হয় প্রথমে দেবীর আরাধনা পরের ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে সন্দীপূজা অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটি জানান এবার পূজা আমরা শান্তিপূর্ণভাবে করতে পেরে আনন্দিত। সরকার আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সর্বোপরিভাবে সহযোগিতা করে যাচ্ছেন ।

বিগত বছরগুলোর তুলনায় এই বছরে স্বতঃস্ফূর্তভাবে আমরা পূজা উদযাপন করে যাচ্ছি কারণ আপনারা জানেন গত বছরগুলোতে করোনা মহামারীর কারণে আমাদের পূজা উদযাপন গুলোকে সীমিত করতে হয়েছে।

এই বছর আমাদের পূজার সংখ্যাও বেড়েছে। আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার। সবাই সম্মিলিতভাবে আমরা আনন্দ উপভোগ করব এই কামনাই করি।