Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / আসন্ন খাদ্য সংকট মোকাবেলায় ফুলবাড়িয়া উপজেলা হেযবুত তওহীদের কর্মী সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

আসন্ন খাদ্য সংকট মোকাবেলায় ফুলবাড়িয়া উপজেলা হেযবুত তওহীদের কর্মী সম্মেলন

November 27, 2022 07:20:19 AM  
আসন্ন খাদ্য সংকট মোকাবেলায় ফুলবাড়িয়া উপজেলা হেযবুত তওহীদের কর্মী সম্মেলন

ময়মনসিংহ সংবাদদাতা:
আসন্ন দুর্ভিক্ষ ও খাদ্য সংকট মোকাবেলা করতে হেযবুত তওহীদ কর্মীদের নিয়ে গত শুক্রবার বিকাল ৩টায় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা কতৃক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব।

তার আলোচনায় তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অস্থিরতা, ক্রমাগত অর্থনৈতিক মন্দার প্রভাবে দুর্ভিক্ষের আশঙ্কা, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক দ্বন্দ্বের এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে হেযবুত তওহীদের বক্তব্য জাতির সামনে তুলে ধরতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব একটি ব্যর্থ বিশ্বব্যবস্থায় পরিণত হয়েছে। রাজনৈতিক সঙ্কট, সামাজিক অস্থিরতা, রাষ্ট্রীয় দ্বন্দ্ব, ধর্মীয় উন্মাদনা, জঙ্গিবাদ, পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেম ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের দুর্নীতির ফলে এই সভ্যতা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। মানুষ এই সভ্যতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নতুন সভ্যতার আগমন অবশ্যম্ভাবী। তাই এখন থেকে আমাদের নতুন সভ্যতায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, বর্তমানের বিকৃত ইসলামের ধারক-বাহকরা মুসলিম জাতির নেতৃত্ব দিতে অক্ষম। হেযবুত তওহীদের কর্মীদেরই এই দায়িত্ব নিতে হবে। এরজন্য ৫ দফা কর্মসূচির উপর নিজেদের চরিত্র গঠন করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেযবুত তওহীদের সদস্য মোঃ রায়হান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক মোঃ রহমতউল্লাহ রানা, বিভাগীয় কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান, জেলার সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, জেলা রাজনৈতিক সম্পাদক এজেডএম নাজমুল ইসলাম, সহকারী নারী বিষয়ক সম্পাদক উম্মে আশা, ময়মনসিংহ জেলা সহকারী নারী বিষয়ক সম্পাদক সনিয়া সুলতানা , ফুলবাড়িয়া উপজেলা সভাপতি উজ্জল ফরাজী প্রমূখ।