Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

March 10, 2023 01:02:24 AM   আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

ইউক্রেনের বিভিন্ন শহরে বুধবার রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে। বেশ কয়েকটি শহর হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বৃহস্পতিবার ইউক্রেনের কর্মকর্তারা এই দাবি করেন।

গত তিন সপ্তাহের মধ্যে ইউক্রেনে এটিই রাশিয়ার সবচেয়ে বড় হামলা। খবর আলজাজিরার। 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রামবার্তায় জানিয়েছেন, ১০টি অঞ্চলের অবকাঠামো ও আবাসিক ভবনে হামলা হয়েছে।

৬ জন নিহতের কথা নিশ্চিত করে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, এদের মধ্যে কিয়েভে দুজন, খেরসনে তিনজন এবং দিনিপ্রোতে একজন নিহত হয়েছেন।

ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুজনি বলেছেন, মোট ৮১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। একই সঙ্গে আটটি শাহেদ ড্রোন হামলা করা হয়েছে। এর মধ্যে ৩৪টি ক্ষেপণাস্ত্র ও ৪টি ড্রোন ভূপাতিত করতে পেরেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।