
জামাল কাড়াল:
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, ওনারা বিশিষ্ট ভদ্রলোক। মুখে বলে এক কথা, কাজে অন্য কথা। আপনারা দেখুন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিপক্ষে কথা বলে, ঘড়ি মার্কা নিয়ে জনগনের বিপুল ভোটে বিজয়ী হয়ে বললেন, প্রধানমন্ত্রী ও নৌকার জয় হয়েছে।
তিনি আরও বলেন, ভোটের আগে এসব গান গেয়ে ভোট চাইতেন তখন জনগণের রায় দেখতেন। আমরা একই দৃশ্য বরিশালের ভোটে দেখতে পাচ্ছি। চাচা ভাইপোর বিরুদ্ধে ঘরে ঘরে বক্তব্য রাখছেন আর বিজয়ী হলে চাচা ভাইপো মিলেই নগর চালাবেন। জনগণের সাথে তারা ইমোশনাল ব্যাকমেইল করছে। সাধু সাবধান।
শনিবার অক্সফোর্ড মিশন রোডে সকলের কাছে দোয়া এবং ভোট চাইতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, রফিকুল ইসলাম গফুর, রুস্তম আলী খান, নজরুল ইসলাম হেমায়েত,অধ্যাপক গিয়াসউদ্দিন, মো. রফিকুল ইসলাম, কামাল সিকদার, সোহেল প্রমুখ।