Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি আটক

October 18, 2023 08:23:13 PM   উপজেলা প্রতিনিধি
কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি আটক

রংপুরের কাউনিয়া থানাপুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা (২০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। উপজেলার টেপামধুপুর বাজারের কারবালা মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই ওসমান গণির নেতৃত্বে এসআই আতিয়ার, এএসআই মাসুদ-১, এএসআই বিপ্লব সঙ্গীয় একদল পুলিশ টেপামধুপুর বাজারের কারবালা মাঠ সংলগ্ন জনৈক মুকুল মাষ্টারের গোডাউনের সামনে অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ জানান, ধৃর্তের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বুধবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।